Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাইকার অর্থায়নে প্রশাসনিক ও ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে চসিক মেয়র নাছির

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে সিটি গভর্নেন্স প্রজেক্টের অংশ হিসেবে ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কাইযেন কর্মশালা গতকাল (বুধবার) সকালে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫৫ জন কাউন্সিলরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাপানের জাইকার অর্থায়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক ও ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মেয়র চসিকের নানামুখী কার্যক্রমের উপর আলোকপাত করে বলেন, জাইকা সিটি গভর্নেন্স প্রকল্পের উন্নয়ন সহযোগী তাদের দেশের কাইযেন বাংলাদেশে কার্যকর করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেÑ যা প্রশংসার দাবি রাখে। মেয়র বলেন, আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা শৃঙ্খলার সাথে স্ব-স্ব কার্যক্রম পরিচালনা করতে অভ্যস্ত। সুন্দর ও পরিপাটি করে অফিস ও বাসগৃহ সাজানো থাকলে দৃষ্টিনন্দন হয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই চাওয়া মাত্র পাওয়া যায়। তিনি আশা করেন, সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং নগরবাসীর কাক্সিক্ষত চাহিদা পূরণ করা সম্ভব হবে। মেয়র কর্মশালার মাধ্যমে লদ্ধ জ্ঞান ও পদ্ধতি বাস্তব জীবনে কাজে লাগানোর পরামর্শ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। কর্মশালা বিষয়ের উপর পাওয়ার পয়েন্টে বিভিন্ন দিক তুলে ধরেন কাইযেন এক্সপার্ট সৈয়দ হাসান মাসুদ। অন্যদের মধ্যে বিষয়ের উপর তথ্য উপস্থাপন করেন জাইকার সিজিপি ঢাকা প্রজেক্টের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট মো. সাইদুর রহমান, সৈয়দা নভেরা ইয়াসমিন ও সোসিও ইকোনোমিস্ট নুসরাত জাহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাইকার অর্থায়নে প্রশাসনিক ও ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে চসিক মেয়র নাছির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ