বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিনাঞ্চলে নিয়ন্ত্রিত করোনা সংক্রমনেও মৃত্যুর তালিকা দীর্ঘতর হচ্ছে। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ১০৭ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৬৬৪ জনে উন্নীত হল। গত সপ্তাহখানেক ধরেই দক্ষিণাঞ্চলে গড় মৃত্যুহার ১.৫০%। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মাত্র ৬২৯ জনের নমুনা পরিক্ষায় আরো ৬৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ৫ আগষ্ট দক্ষিনাঞ্চলে ৮৫৮ জন আক্রান্তের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছিল।
আর গত সাড়ে ১৭ মাসে মোট শনাক্তের সংখ্যা দাড়াল ৪৪ হাজার ১৬৬ জনে। স্বাস্থ্য বিভাগের মতে দক্ষিণাঞ্চলে সর্বশেষ গড় শনাক্তের হার আরো দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে এখন ২২.০৫%। তবে চলতি মাসের প্রথম ৫দিনে এ অঞ্চলে মোট শনাক্ত ৪১১ জনের মধ্যে মারা গেছেন ১০ জন। এসময়ে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ৫৮।
গত ২৪ ঘন্টায়ও সর্বাধীক সংক্রমন ছিল বরিশালেই। এসময়ে মহানগরীতে ১১ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ২১। এনিয়ে জেলাটিতে ১৭ হাজার ৯৭৪ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ২২২ জনের। এরমধ্যে মহানগরীতে ১০ হাজার ২৮০ জন শনাক্তের মধ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১৯ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১১৫ জন। গত ২৪ ঘন্টায় জেলাটির বাউফল ও সদর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহারের জেলাটিতে গড় মৃত্যুহার ১.৭৫%। এসময়ে বরগুনাতেও ৮জন সহ মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭৫৪। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৯৫ জন। গড় মৃত্যুহার ২.৫৩%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১০ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। দ্বীপ জেলাটিতে এপর্যন্ত ৬ হাজার ১৮ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৮৮ জনের। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমনের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৬জনের দেহে করোনা সংক্রমনের শিকার হয়েছেন। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৫৫৯ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। গড় সংক্রমন হার ২৬.২৮%। মৃত্যু হয়েছে ৬৯ জনের।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ছিল এযাবতকালের সর্বনি¤œ, ১ জন। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের জেলাটিতে এ পর্যন্ত ৫ হাজার ১৭৩ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। গড় সংক্রমন হার ২৫.২৪%।
স্বাস্থ্য বিভাগের অনুুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৩১৫ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৩৯৫ জন। গড় সুস্থতার হার ৯১.৪৬% ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।