বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ও চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা নগরীর হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কাজল বেগম (৩৪) নামে ইজিবাইকের আরেক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনে। এ ঘটনায় নিহত ইজিবাইক চালক জিল্লুর রহমানের স্ত্রী মোমেনা আক্তার ময়না বাদী হয়ে গতকাল কাভার্ডভ্যান চালক মিনহাজুল ইসলাম তুহিনের নামে সড়ক আইনে মামলা দায়ের করেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালক মিনহাজুল ইসলাম তুহিনকে আটক করে। হরিণটানা থানার ওসি এনামুল হক জানান, শুক্রবার বিকেলে হোগলাডাঙ্গার পাওয়ার ষ্টেশনের সামনে ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী আনোয়ার হোসেন বাবু মারা যান ও তার স্ত্রী কাজল বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চালক জিল্লুর রহমান ও পরে বাবুর স্ত্রী কাজল বেগম রাত সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয় গ্রামে আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৬২) আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামের বাসিন্দা। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা থেকে হাটবোয়ালিয়া বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় নগর বোয়ালিয়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কলা বোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আহত মনোয়ারা খাতুনকে মৃত ঘোষণা করে। আহত অপর ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিলেও ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।