নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এখনো চেহারায় লেগে আছে কৈশোরের ছাপ। বয়স মাত্র ১৮। সেই কার্লোস অ্যালকারাজ টেনিস কোর্টে গড়লেন অনন্য এক ইতিহাস। ইউএস ওপেনের পুরুষ এককে ৫ সেটের লড়াইয়ে তিনি হারালেন বিশ্বের তিন নম্বর স্টেফানোস সিৎসিপাসকে হারালেন অ্যালকারাজ। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে থামতে হলো নাওমি ওসাকাকে। তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন জাপানি কন্যা।
অ্যালকারাজই কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পা রাখলেন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের চতুর্থ রাউন্ডে। ১৯৮৯ সালে পিট স্যাম্প্রাস ও মাইকেল চ্যাঙের পর ইউএস ওপেনে এতো বয়সে গড়লেন এই কীর্তি।
১৯৭৩ সালে এটিপি র্যাঙ্কিং চালু হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত ইতিহাস জানাচ্ছে, এবারই প্রথম কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে প্রথম তিনে থাকা টেনিস তারকাকে হারালেন অ্যালকারাজ। গতপরশু প্রথম সেটেই সিসিপাস ৬-৩ ব্যবধানে। এরপর দ্বিতীয়টিতে ৪-৬ গেমে জেতেন অ্যালকারাজ। তৃতীয় সেটে টাইব্রেকারে জেতেন তিনিই। চতুর্থ সেটে দারুণভাবে ফিরেন গ্রিসের সিসিপাস। জেতেন ৬-০ গেমে। তারপর ম্যাচ নির্ধারণী সেটে বাজিমাত ২০০৩ সালের ৫ মে জন্ম নেওয়া স্প্যানিশ তরুণ।
৫ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে বাজিমাত অ্যালকারাজের। বিশ্বের তিন নম্বর টেনিস তারকা স্টেফানোস সিসিপাসকে হারিয়ে পুরো মনোযোগটা কেড়ে নিলেন তিনি। ১৯৮৯ সালে পিট স্যামপ্রাস ও মাইকেল চ্যাঙের পর অ্যালকারাজই কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে।
৫৫ নম্বর বাছাই অ্যালকারাজ এই সাফল্যের পর বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছেন, ‘বুঝতে পারছি না, কোর্টে কী হয়েছে। বিশ্বাস করতে পারছি না, আমি স্টেফানোস সিসপাসকে এক ঐতিহাসিক ম্যাচে হারিয়েছি। আমার জন্য পুরোটাই স্বপ্নের মতো এক ব্যাপার।’
মেয়েদের এককে কানাডিয়ান কিশোরীর লেইলাহ ফার্নান্দেজের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে ওসাকা। ১৮ বছর বয়সী ফার্নান্দেজের বিপক্ষে ২৩ বছর বয়স চারটি গ্র্যান্ডস্ল্যামের মালিক হেরেছেন ৫-৭, ৭-৬ (৭-২) ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এখন পর্যন্ত দু’বার ইউএস ওপেন জিতেছেন ওসাকা। তার শেষটি ২০২০ সালে। এবার তিনি নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়াম থেকে বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকে। অন্যদিকে ফার্নান্দেজ চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন আরেক গ্র্যান্ডস্ল্যাম জয়ী অ্যাঞ্জেলিক কেরবারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।