Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইন দাবায় বাংলাদেশ সপ্তম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এর ‘এ’ পুলে সপ্তম হয়েছে বাংলাদেশ। ১০ দলের মধ্যে বাংলাদেশ ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে সপ্তম হয়। গতকাল সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে সেনজেন চায়নার কাছে হেরে যায়। অষ্টম রাউন্ডের খেলায় ৪.৫-১.৫ গেম পয়েন্টে চাইনিজ তাইপেকে হারালেও নবম বা শেষ রাউন্ডে ৫.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপাইনের কাছে হার মানে লাল-সবুজরা। বাংলাদেশ দলের হয়ে টুর্নামেন্টে অংশ নেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও কাজী জারিন তাসনিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন দাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ