Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :  দুই বছরের জন্য টাইটেল স্পন্সরশিপ এবং ইনস্টেডিয়া রাইটস বিসিবি’র কাছ থেকে কিনে নিয়ে তা ডাচ-বাংলা ব্যাংকের কাছে বিক্রি করেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামÑ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই সংবাদ সম্মেলনে মিডিয়াকে তা জানিয়ে দিয়েছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে গতকাল হয়ে গেল টাইটেল স্পন্সরশিপের নাম আরো একবার ঘোষণাÑ এবারো ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ সিরিজের টাইটেল স্পন্সর। তবে এই অনুষ্ঠানে ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি ভেঙেছে রেওয়াজ। অতীতে সিরিজকে সামনে রেখে  ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন ২ অধিনায়ক। গতকাল সেখানে ব্যতিক্রমধর্মী দৃশ্যের অবতারনা হলো। ট্রফি উন্মোচন করলেন  বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন,ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে সামজি তাবরেজ।  ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ককে হাজির করতে না পারার ব্যাখ্যাটা দিয়েছেন বিসিবি সিইও এভাবেইÑ‘ক্রিকেটারদের অ্যাভেইল্যাবেলিটির ব্যাপার আছে। আপনারা জানেন, ইংল্যান্ড সিরিজের জন্য বাড়তি কিছু কাজ করতে হচ্ছে। সময়ের স্বল্পতা আছে। সব মিলিয়েই এবার এভাবে হলো। সামনে ক্রিকেটারদের দিয়েই হবে।’
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছাড়াও তো করা যেত ট্রফি উন্মোচন। এর আগেও তো টীম হোটেলের লবি, ব্যালকনিতে দাঁড়িয়ে দু’অধিনায়ক ট্রফি হাতে ফটোসেশনে নিয়েছেন অংশ। তবে স্পন্সরস প্রতিষ্ঠানের দাবি মেটাতেই নাকি গতকালকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানটা করতে হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সিইওÑ ‘আসলে স্পন্সরদের ব্যাপার আছে। তাদের কথা ভাবতে হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উন্মোচন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ