Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজহার-বাবরের রেকর্ড

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম দুই ম্যাচের ব্যাটিং ব্যার্থতা ঘুঁচিয়ে সেঞ্চুরি দিয়ে রানে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। তবে তার ক্যারিয়ারের তৃতীয় শতকের মহত্ব অনেকটাই ঢাকা পড়েছে বাবর আজমের টানা তৃতীয় শতকে। পাকিস্তানও পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার জন্য ৬ উইকেটে ৩০৮ রানের বড় পুজি।
ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ ম্যাচ সিরিজের সব ম্যাচেই শতকের দেখা পেলেন বাবর। এর আগে ভারতের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আর শারজায় টানা শতকে বাবর বসলেন জহির আব্বাস ও সাঈদ আনোয়ারের পাশে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে টানা তৃতীয় শতক হাকালেন তিনি। এখন তার সামনে সুযোগ টানা চার সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পাশে বসার। আজহারের কীর্তিটাও বা কম কিসে, পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৩টি শতকের মালিক এখন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিনও টস জিতে ব্যাট বেছে নেন পাক অধিনায়ক। সারজিল খানের সাথে ১৪ ওভারে ৮৫ রানের উড়ন্ত সূচনাও এনে দেন তিনি। সারজিল (৩৮) ফিরলে অধিনায়কের সাথে ১৪৭ রানের জুটি গড়েন আগের দুই ম্যাচের নায়ক বাবর। ১০৯ বলে ৮টি চার ও ১ ছক্কায় ১০১ রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন আজহার। ৪ ওভার বাকি থাকতে ১০৬ বলে ৮টি চার ও ১ ছয়ে ১১৭ রান করে ফেরেন বাবর। স্লগ ওভারে আশানুরুপ রান তুলতে পারেনি দলের মিডল ওর্ডার ব্যাটসম্যানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজহার-বাবরের রেকর্ড

৬ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ