বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সহযোগিতা কামনা করে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ শনিবার সকালে চাঁদপুরে শিক্ষামন্ত্রী ড.দীপু মনির সাথে সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন দিলেও অফিশিয়াল ভাবে এখনো বাস্তবায়ন না হওয়ায় গত জানুয়ারী ২০২০ থেকে এই প্রকল্পে কর্মরত ২ হাজার ২০ জন শিক্ষক-শিক্ষিকা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। প্রকল্পটি দ্রুত অফিশিয়াল বাস্তবায়ন ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখে একই সাথে দারুল আরকাম মাদরাসা চালুর বিষয়ে অফিশিয়াল আদেশ এর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এসময় বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান মুফতী মুনাওয়ার হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, কুমিল্লা জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন মিজান, চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।