Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তার পানি বৃদ্ধিতে রংপুরের ৩ উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৪ পিএম

ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তার তীরবর্তী চরাঞ্চলসহ ৩টি উপজেলার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এসব লোকজন গবাদি পশু ও পরিবারের লোকজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। হাজার হাজার একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি, শংকরদহ, বাগেরহাট আশ্রয়ন, পূর্ব ইচলি, কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, মটুকপুর, চিলাখাল, খলাইরচর, নোহালীর মিনার বাজার, কচুয়াচর, বৈরাতী বাঁধের ধার, চর নোহালী, বাগডহরা চর, মর্নেয়া ইউনিয়নের মর্নেয়াচর, তালপট্টি, আলাল চর, নরসিংচর, গজঘন্টা ইউনিয়নের কালির চর, ছালাপাক, গাউছিয়া বাজার, জয়দেব, মইশাসুর, রামদেব চরসহ আলমবিদিতর ও গঙ্গাচড়া ইউনিয়নের নিম্ন এলাকার প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানি বৃদ্ধি ফলে বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিনবিনা চরের অধিকাংশ পরিবারের বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু জানিয়েছেন, বন্যায় বেড়িবাঁধ, পাকা রাস্তা ও ব্রিজ ভেঙে অনেক এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ফসলি জমিগুলো বানের পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানসহ বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। পানিবন্দি মানুষ মানবেতর জীবন যাপন করছে। নোহালী, গঙ্গাচড়া সদর, গজঘণ্টা, আলমবিদিতর ও মর্নেয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে বানের পানি ঢুকে পড়ায় আরও প্রায় ৭/৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

তিস্তার পানি বৃদ্ধির ফলে পীরগাছা ও কাউনিয়া উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে নদী তীরবর্তী ও চরাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। বন্যাকবলিত লোকজন গবাদিপশু নিয়ে বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ