Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৩ পিএম

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাতায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে ওই নারী চার্জার রিক্সাযোগে বাংলাদেশ মোড় হয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় রিক্সার চাকার সাথে ওড়না পেচিয়ে গেলে তিনি রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা য়ায় তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে। শুধুমাত্র নাম ঠিকানা পাওয়া গেলেও অন্য কোন মাধ্যম না থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীর মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ