রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর আসন্ন জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা ও ঋণখেলাপির কারণে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, এ নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগের শামসুল আলম ভোলা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন।
বিএনপির প্রার্থী সেলিম মিয়া তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি কোনো ঋণ খেলাপি নন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।