Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ হ্যাম্পশায়ারে হেরেছেন হিলারি জয় পেয়েছেন ট্রাম্প ও স্যান্ডার্স

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আইওয়া নির্বাচনের একেবারে উল্টো ফল পাওয়া গেল নিউ হ্যাম্পশায়ারে। ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হেরে গেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় বার্নি স্যান্ডার্স। আইওয়ার প্রথম মনোনয়ন লাড়াইয়ে বার্নি স্যান্ডার্সের সাথে হাড্ডাহাড্ডি অবস্থায় পড়েছিল হিলারি। সেবার অতি অল্প ব্যবধান নিয়ে তিনি এগিয়ে যান। কিন্তু এবার দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়লেন।
এই অঙ্গরাজ্যটিতে যে রিপাবলিকান পার্টির ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের স্যান্ডার্স জয় পাবেন সে সম্পর্কে প্রাক জনমত জরিপগুলো থেকে আগেই ধারণা পাওয়া গিয়েছিল। এই নির্বাচন প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে এটিই এখন দেখার বিষয়। প্রাথমিক নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী ও সিনেট সদস্য স্যান্ডার্স বিশাল ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন যুক্তরাষ্ট্রের হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিনটনকে।
গত মঙ্গলবারের নির্বাচনে তিনি পেয়েছেন শতকরা ৬০ ভাগ ভোট। অন্যদিকে হিলারি ক্লিনটন পেয়েছেন মাত্র ৩৯ ভাগ ভোট। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প শতকরা ৩৪ ভাগ ভোট পেয়ে এ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই দলের অন্য মনোনয়ন প্রত্যাশী এবং ওহিও রাজ্যের গভর্নর জন কাসিচ পেয়েছেন ১৬ ভাগ ভোট। আইওয়া অঙ্গরাজ্যের নির্বাচনে জয় পাওয়া রিপাবলিকান দলের টেড ক্রুজ পেয়েছেন মাত্র ১২ ভাগ ভোট। প্রার্থী নির্বাচনে সোমবার নিউ হ্যাম্পশায়ারে সর্বশেষ প্রচারণা চালান প্রার্থীরা।
এখানে হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডর্সের মধ্যে ডেমোক্র্যাট দলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এর আগে, ০২ ফেব্রুয়ারি আইওয়ায় অনুষ্ঠিত ককাসে ৪৯.৮ শতাংশ ভোট পেয়ে ডেমোক্র্যাট দলে জয় পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে এ দলে দ্বিতীয় হন স্যান্ডার্স। অন্যদিকে রিপাবলিকান দলে ২৭.৬ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও পান যথাক্রমে ২৪.৩ ও ২৩.১ শতাংশ ভোট। বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউ হ্যাম্পশায়ারে হেরেছেন হিলারি জয় পেয়েছেন ট্রাম্প ও স্যান্ডার্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ