Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সাড়ে তিনশ’ চেজ করার ক্ষমতা রাখে বাংলাদেশ!

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এ বছর ওয়ানডে ক্রিকেটে অন্য এক ইংল্যান্ডকে দেখছে বিশ্ব। ১৫টি ওয়ানডে ম্যাচে ৩শ’ প্লাস ইনিংস তাদের ৫টি। পাকিস্তানের বিপক্ষে নটিংহামে বিশ্বরেকর্ড ৪৪৪/৩ স্কোর ছাড়াও ওভালে বৃষ্টি বিঘিœত ম্যাচে শ্রীলংকার ৩০৫/৫ স্কোর চেজ করে জয়ের রেকর্ড আছে তাদের। সেখানে এ বছর  খেলে ফেলা তিনটি ম্যাচের একটিতেও তিনশ’ স্কোর নেই বাংলাদেশ দলের। ৩শ’ ইনিংস সর্বসাকুল্যে বাংলাদেশের ৯টি। যার মধ্যে চেজ করে জেতার রেকর্ড তিনটি। গত বছর নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের ৩১৮/৫ স্কোর তাড়া করে ৬ উইকেটে জয়ই সবচেয়ে বেশি রান চেজ করে জয়ের রেকর্ড। যেভাবে এ বছর ৩শ’ স্কোর একটার পর একটা করেছে, তাতে ইংল্যান্ডের ব্যাটিং নিয়েই ভাবনায় পড়ার কথা বাংলাদেশ দলের। ফতুল্লার অনুশীলন ম্যাচে বিসিবি একাদশের ৩০৯/৯ চেজ করে ২৩ বল হাতে রেখে ইংল্যান্ডের  ৪ উইকেটের জয়টি নিয়েও ভাবনায় পড়ার কথা হাতুরুসিংহের শিষ্যদের। তবে প্রতিপক্ষের বড় ইনিংস খেলার ক্ষমতায় ভয় পাচ্ছেন না সাব্বির রহমান রুম্মান। সাড়ে তিনশ’ স্কোরও চেজ করার ক্ষমতা রাখে বাংলাদেশ, এত বড় আত্মবিশ্বাস তারÑ‘ইংল্যান্ড অনেক ভালো দল, তা মানছি। তিনশ’ রান চেজ করা এত সহজ নয়। তারপরও  অনুশীলন ম্যাচে তারা চেজ করে জিতেছে। ওরা অনেক ভালো ব্যাটিং সাইড, অনেক অভিজ্ঞতা আছে। তবে অনুশীলন ম্যাচে আমাদের দলের আসল বোলার বল করেনি। তাই  মূল ম্যাচে এটা ভিন্ন হতে পারে। তাছাড়া যেহেতু আমরা খেলব, যেহেতু হোম সুবিধা থাকবে আমাদের। যতটুকু জেনেছি উইকেটও  খুব ভালো থাকবে। ওরা যদি ৩শ’ সাড়ে তিনশ’ রান করে, তাহলেও আমরা চেজ  করতে পারব। এই দক্ষতা আমাদের আছে।’
হোমে প্রকৃতই বাঘ বাংলাদেশ। সর্বশেষ ১৫ ম্যাচে ১২ জয়ে সেটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশ দল। বাঘের মতোই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত বাংলাদেশ। গতকাল অনুশীলনের এক ফাঁকে সে হুংকারই দিয়েছেন সাব্বির রহমান রুম্মানÑ‘যে যখন হোমে খেলতে সে হচ্ছে বাঘ। আমরা হোমে খেলছি, তারা এখানে আসছে। আগে তারা  কি করেছে ওইগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা ভলো ব্যাটি-বোলিং-ফিল্ডিং করতে পারছি কিনা।’  
ইংল্যান্ড ওয়ানডে দলে এ বছর কি দুর্দান্তই না ব্যাট করেছেন জে রুট ( ১৫ ম্যাচে ৭৯৬ রান, গড় ৬১.২৩), অ্যালেক্স হেলস (১৫ ম্যাচে ৭৪৩,গড় ৬১.৯১), মিডল অর্ডার মরগানের ব্যাটিংটাও ( ৩২১ রান, গড় ২৯.৮১) সময়ের দাবি মিটিয়েছে ইংল্যান্ডের।  এই তিন ক্রিকেটার বাংলাদেশ সফরে না আসায় একটু সুবিধাই হয়েছে বাংলাদেশের। তবে সিরিজের আগে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পাত্র নন সাব্বির রহমান রুম্মানÑ‘বাংলাদেশ টানা ৬টি সিরিজ জিতেছে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের হয়ে কে আসলো আর কে আসলো না। সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা শুধু ভাবছি আমরা ইংল্যান্ডের বিপেক্ষ খেলবো। তাছাড়া দলটি তো ইংল্যান্ড নাম নিয়েই আসছে।’
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে জিতেছে বাংলাদেশ দল, অ্যাডিলেডে সেই ম্যাচে খেলেছেন সাব্বির রহমান রুম্মান। ওই ম্যাচের জয় আত্মবিশ্বাসের রসদ যোগাবে বলে মনে করছেন রুম্মান। তবে সিরিজের প্রথম ম্যাচকেই একটু বেশি টার্গেট করতে চান রুম্মানÑ‘বিশ্বকাপের ওদের আমরা হারিয়েছি, তাই আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। সিরিজের প্রথম ম্যাচটা  তাই অনেক গুরুত্বপূর্ণ।’ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ব্যাটসম্যানরা ভুগেছে রশিদ খান নামের এক লেগ স্পিনারের বোলিংয়ে। তবে ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদকে নিয়ে ভয়ের কিছুই দেখছেন না রুম্মানÑ‘যেহেতু একজন কঠিন লেগ স্পিনারকে খেলেছি আশা করি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে সমস্যা হবে না। আদিল রশিদকে আমরা সেভাবে দেখছি না।’ স্লগের ব্যাটিং হচ্ছে না তেমন, আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচের সব ক’টিতেই স্লগের ব্যাটিং করেছে হতাশ। ইংল্যান্ডের বিপক্ষে তাই  স্লগের ব্যাটিং পরীক্ষায় সফল হতে চান সাব্বির রহমান রুম্মানÑ ‘অনেকদিন পর অনেক ভালো দলের সঙ্গে খেলব। আফগানিস্তানের বিপক্ষে আমরা কি করেছি না করেছি সেটা ভাবছি না। আমাদের মূল ফোকাস ইংল্যান্ড সিরিজটা।’
টি-২০তে এ বছরের সব ক’টি ম্যাচে খেলেছেন সাব্বির রহমান রুম্মান তিন নম্বরে। টি-২০ ক্যারিয়ারে তিন নম্বর পজিশনে ব্যাটিংটাও তার দারুণ (১৯ ম্যাচে ৫০৪ রান, গড় ৩৩.০৪)। ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ও তিন নম্বরে ব্যাটিং করতে অভ্যস্ত তিনি। তবে  ওয়ানডে ক্যারিয়ারের ২৬ তম ম্যাচে এসে প্রিয় পজিশনে পেলেন প্রথমবারের মতো ব্যাটিংয়ের সুযোগ। প্রথম ম্যাচেই বাজিমাত, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ৬৫! তবে নিজের ইচ্ছেয় নয়, কোচ হাতুরুসিংহেই নাকি তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিলেন তাকে, এমন তথ্যই দিয়েছেন সাব্বির রহমান রুম্মানÑ‘ গত ম্যাচে কোচ আমাকে তিন নম্বরে খেলার কথা বলেছে। আমি হ্যাঁ বলেছি। গত কিছুদিন ধরেই আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। এমনকি প্রিমিয়ার লিগেও নাম্বার তিনে ব্যাটিং করেছি।  এই পজিশনে ব্যাটিং মানিয়ে নিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে তিনশ’ চেজ করার ক্ষমতা রাখে বাংলাদেশ!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ