বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউনিয়ন আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান আরিফ (৫০) চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। সে কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবে পরিচিত এবং একই ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে, নিজাম উদ্দিন বাদল (৪২) কাদের মির্জা ঘোষিত চরকাঁকড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চরজব্বর উপজেরার চরবাটা গ্রামের সাহেবের বোনের বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে আ.লীগ নেতা বাদলকে ডিবি পুলিশ গ্রেফতার করে। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাদলের বিরুদ্ধে ৯টি, আরিফের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।