Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীর প্রশ্নে কোনো আলোচনায় যাবে না নিরাপত্তা পরিষদ

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যে সংকট চলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতিসংঘ নিযুক্ত রুশ দূত এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভিতালি চারকিন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তারা। এদিকে, যুক্তরাষ্ট্রও জানিয়েছে, কাশ্মীর প্রশ্নে তারা কোনোদিকে যাবে না। এর আগে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তেজনা প্রশমনে দুই দেশেরই উচিত সংযমী, শান্ত থাকা। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, জঙ্গি দমনে তারা ভারতের পক্ষে আছে। বার্তা সংস্থাগুলো বলছে, কাশ্মীরকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনার ব্যাপারে জাতিসংঘ কী করবেÑ এমন এক প্রশ্নের জবাবে জাতিসংঘ নিযুক্ত রুশ দূত ভিতালি চারকিন বলেন, সেসব নিয়ে কোনো কথা আমরা বলতে চাই না। সেসব নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। কেন এই প্রসঙ্গে নীরব থাকতে চাইছেনÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চারকিন বলেন, কথা না বলার কারণ, আমি এই সংস্থার প্রেসিডেন্ট। নিরাপত্তা পরিষদ এ নিয়ে কোনো আলোচনা করবে না। এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের একজন উপ-মুখপাত্র ফারহান হকের কাছে পাক-ভারত উত্তেজনা নিয়ে বিশ্ব সংস্থাটির অবস্থান জানতে চাওয়া হয়। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • জামাল ৬ অক্টোবর, ২০১৬, ১০:২৪ এএম says : 1
    আমার মতে আলোচনায় যাওয়া দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর প্রশ্নে কোনো আলোচনায় যাবে না নিরাপত্তা পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ