Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেড এরোস কসরত প্রদর্শন করল করাচির আকাশে

১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর বিশ্বের চার হাজার স্থানে কসরত প্রদর্শন করা হয়

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের খ্যাতনামা রেড এরোস বিমান বাহিনীর একটি দল করাচির আকাশে বিমান নিয়ে চক্করের পর চক্কর দিয়ে নানা কসরত প্রদর্শন করেছে। করাচি শহরের বাসিন্দারা বিমানের এই কসরত উপভোগ করেন বলে খবরে বলা হয়েছে। দীর্ঘ আকাশ পথ পাড়ি দিয়ে চীন হয়ে পাকিস্তানের করাচিতে এসে পৌঁছে। পাকিস্তান বিমান বাহিনী গত মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ডন। বিবৃতিতে বলা হয়েছে, চৌকস এই বিমানদলের নেতৃত্বে রয়েছেন রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) স্কোয়াড্রন লিডার ডেভিড। রেড এরোস দল গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লিংকনশায়ার থেকে উড্ডয়ন করে। প্রায় আট হাজার মাইল পাড়ি দেয়ার পথে ১১ স্থানে বিশ্রাম শেষে চীনের জুহাইতে পৌঁছায়। সেখান থেকে করাচি এলে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবাহিনীর এই কসরত দল জুহাই আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে অংশ নেয়। তারা সেখানে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কসরত প্রদর্শন করে। এরপর তারা হাওয়াক বিমানে করে করাচির উদ্দেশে রওনা দেয়। করাচিতে এই চৌকস দলকে স্বাগত জানান পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বিমান পরিচালনা পর্ষদের সহসভাপতি এয়ার ভাইস মার্শাল সালমান আহসান বুখারি এবং পাকিস্তানে নিয়োজিত ইউকে মিশনের ডেপুটি হেড স্টেভ ক্রসম্যান। রেড এরোস ১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। পরে এই দলটি বিশ্বের চার হাজার স্থানে তাদের কসরত দেখিয়েছে। ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেড এরোস কসরত প্রদর্শন করল করাচির আকাশে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ