মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : হাইতিতে হারিকেন ম্যাথুর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি আঘাত হানে। এতে অন্তত একজন হাইতিয়ান ও পার্শ্ববর্তী ডোমিনিকান রিপাবলিকের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছে। বলা হচ্ছে ক্যারিবিয় অঞ্চলে গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী হারিকেন ঝড়। চার মাত্রার হারিকেন ম্যাথুরটি হাইতির পশ্চিমাঞ্চল অতিক্রম করে কিউবার পূর্বাঞ্চলে গিয়ে পৌঁছায়। ঝড়ের ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়াসহ বেশ কিছু জায়গায় ভূমি ধসের খবর পাওয়া যাচ্ছে।
এছাড়া ঝড়ে একটি সেতু ভেঙে যাওয়ায় দেশটির দক্ষিণ উপকূলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের লে কায়েস শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, সেখানকার ৭০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে এবং ঝড়ে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। এছাড়া জলোচ্ছ্বাসের প্রভাবে সেখানকার মানুষের কাঁধ সমান উঁচু পানির মধ্যে চলাফেরা করতে হচ্ছে। ত্রাণকর্মীদের ভাষ্যমতে, উপকূলীয় অন্যান্য শহরও পানিতে তলিয়ে গেছে। সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর সরকারি আশ্রয়কেন্দ্রগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ থেকে খাদ্য এবং পানির জন্য সাহায্য চাওয়া হয়েছে। হাইতি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি এবং দেশটির এক কোটি ১০ লাখ মানুষের একটি বড় অংশ বন্যাপ্রবণ এলাকায় বাস করে। হারিকেন ম্যাথুর কারণে দেশটিতে ১০২ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।