Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে প্রায় ১৩ হাজার পুলিশ বরখাস্ত

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে সমর্থনের অভিযোগে দেশটির ১২ হাজার ৮০১ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার তুরস্কের পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। সিএনএন টার্কের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাইয়ে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফেতুল্লা গুলেনকে দায়ী করা হয়। গুলেনের সমর্থকদের চিহ্নিত করতে পুলিশ বাহিনীর মধ্যে তদন্ত শুরু করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ সদস্য বরখাস্তের সিদ্ধান্ত হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য বরখাস্তের সিদ্ধান্ত এমন সময়ে এলো, যার মাত্র একদিন আগে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়। সেনা অভ্যুত্থানের পর থেকেই তিন মাস ধরে তুরস্কে জরুরি অবস্থা জারি ছিল। তুরস্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে দুই হাজার ৫২৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তুরস্ক পুলিশের মোট সদস্যসংখ্যা দুই লাখ ৫০ হাজার। চলতি বছরের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির পুলিশ, সরকারি কর্মকর্তা ও আইনজীবী এবং সামরিক বাহিনীর এক লাখ সদস্যকে বরখাস্ত অথবা চাকরিচ্যুত করা হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে প্রায় ১৩ হাজার পুলিশ বরখাস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ