Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১:২১ পিএম

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক জনের মৃত্যু হয়েছিল। আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জন ৬৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৩ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৪ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআরল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ২৪ ভাগ। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৭৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭৩২ জন।
নতুন করে শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৫ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ৫ জন, মিরপুর উপজেলায় ২ জন ও খোকসা উপজেলায় ২ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১৮ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৮৫৬ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।
এস এম আলী আহসান পান্না

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ