Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয়া হয়েছে

জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বিশ্ববিদ্যালয়—স্কুল—কলেজ—মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমরা খুব তাড়াতাড়ি স্কুল—কলেজ খুলে দেওয়ার জন্য এরই মধ্যেই নির্দেশ দিয়েছি। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সংসদে সিরাজগঞ্জ—৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে টিকা দেয়া হবে।

পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ হাসিবুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদে এই সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বৈঠক মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কুলের ছেলেমেয়েদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনেই টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজার টিকা এরই মধ্যে এসে পেঁৗছেছে, আরও পেঁৗছাবে। মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া অন্যান্য টিকাও আসছে। এরই মধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। অলরেডি ৬ কোটি টিকার টাকা আমরা পাঠিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে টিকা দেশে আসতে থাকবে। কারণ এগুলো সংরক্ষণ ও প্রদানের পরিকল্পনা আমাদের নিতে হচ্ছে। এগুলো আমরা করে যাচ্ছি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কখনও করোনা একেবারেই কমে যাচ্ছে আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরাস আসছে। সেক্ষেত্রে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেখা যাচ্ছে, টিকা দেওয়ার পর অনেকের করোনা হয়, তবে হয়তো তা মারাত্মক নয়। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

দেশে টিকার সঙ্কট নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকার কোনও সমস্যা নেই। যেখান থেকে যতভাবে হোক আমরা টিকা নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি স্কুল—কলেজ খুলে দেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের ও তাদের পরিবারকেও যেন টিকা দেওয়া হয়। আমরা স্বাস্থ্যকর্মীসহ তাদের বাড়ির কাজের মানুষ, গাড়ির চালক ও পরিবারের সদস্য, সবাই যেন টিকা পায় সেই ব্যবস্থাটাও নিচ্ছি। যাতে করে কোনো মতে এই সংক্রমণটা না হতে পারে।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভালো হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এজন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে বুঝতে হবে।

শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি। হঁ্যা জানি, অনেকের বক্তব্য, অনেক কিছুই বলেন। কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন, অন্য দেশের সঙ্গে যদি তুলনা করেন; আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় এটা নিয়ন্ত্রণে আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি অনেক উন্নত দেশও; কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। আমাদের প্রচেষ্টা সবসময় আছে। আমরা শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এখানে আমি বলব, যার যার নিজেরও সজাগ থাকা, নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজে সাবধানে থাকা। স্বাস্থ্যবিধি মেনে চলা সেগুলোর দিকেও সবাইকে দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে করোনার প্রকোপ এখন কমেছে। কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে এখন ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এজন্য তিনি সবাইকে ঘরবাড়ি ও আশপাশে পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

করোনা মোকাবিলায় আওয়ামী লীগের কর্মতৎপরতার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে আপনজনের লাশ দাফন করেনি, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা লাশ দাফন করেছে। মানুষের ঘরে অক্সিজেন সরবরাহ করা, খাবার পেঁৗছে দেওয়ার কাজ তারা করেছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজ, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, শামসুল হক টুকু, আব্দুল আজিজ, জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৩ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৪ এএম says : 0
    দেশ রত্ন মাননীয়া প্রধানমন্ত্রী কে সমস্ত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ রইল,এবং এই সাথে ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বেতন সেহেতু সহযোগিতা পেতে পারেন তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আকুল আবেদন করিতেছি ,এবং আমরা অভিভাবক সবাই আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি খেলায় জানাই আন্তরিক অভিনন্দন।
    Total Reply(0) Reply
  • সাইফ আহমেদ ৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:১২ এএম says : 0
    এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
    খোলার তারিখ ঘোষণা করে দিন।
    Total Reply(0) Reply
  • সাইফ আহমেদ ৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান আরও আগে খুলে দেওয়া উচিত ছিল।
    Total Reply(0) Reply
  • মেঘদূত পারভেজ ৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ