নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের এক কোটি টাকা পাচ্ছে ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের ১২ ক্লাব। বৃহস্পতিবার বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাহফের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান।
সভা শেষে বাহফে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের এক কোটি টাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবকে ভাগ করে দেবো আমরা। এর মধ্যে সর্বশেষ লিগের র্যাঙ্কিং অনুসারে প্রথম তিনটি দল ১২ লাখ টাকা করে পাবে। পরবর্তী দু’টি দল ৮ লাখ টাকা করে এবং বাকী সাতটি ক্লাব ৬ লাখ টাকা করে পাবে। এছাড়া আসন্ন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ, রানার্সআপ দলকে ২ লাখ এবং তৃতীয়স্থান পাওয়া দলকে দেয়া হবে এক লাখ টাকা।’
হকির প্রিমিয়ার লিগকে সামনে রেখে দলবদল কার্যক্রম শুরু হবে ১৯ সেপ্টেম্বর। যা টানা পাঁচদিন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দলবদলের পরেই ১২ অক্টোবর শুরু হবে লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপ হকি প্রতিযোগিতা। এ টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিন পরই টার্ফে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ। যা বন্ধু রয়েছে প্রায় তিন বছর ধরে। এছাড়া ডিসেম্বরে শেষ সপ্তাহে জাতীয় যুব হকি জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে জানান মোহাম্মদ ইউসুফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।