মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রিয়াদের গভর্নর সৌদি যুবরাজ ফয়সাল বিন বন্দর নগরবাসীর প্রতি পানি ও বিদ্যুৎ সংরক্ষণ করে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, যদি ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় তবে আগামী ১০ বছরে বিদ্যুৎ খাতে পঞ্চাশ হাজার কোটি সৌদি রিয়াল বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, আমাদের সবার জন্য পানি এবং বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি এবং বিদ্যুৎ সংরক্ষণ করে সঠিকভাবে এবং বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে হবে। গত রোববার সৌদি আরবের ১১তম পানি ও বিদ্যুৎ ফোরামের আয়োজক হিসেবে তিনি ওই মন্তব্য করেন। সৌদি আরবে অবস্থিত ইসলামের প্রধান দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের সভাপতিত্বে সৌদি নেতৃত্বাধীন ফোরামের সফলতাও কামনা করেন তিনি। অনুষ্ঠানে সৌদি পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ বিষয়ক উপমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান রিয়াদের গভর্নরকে অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।