Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ টন বিস্ফোরকবাহী মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ এএম

উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে নতুন ধরনের মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র তিন টন ওজনের ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারবে। তারা বলছে, মিসাইলটি উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলোর সীমা হবে ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার। মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র কার্যকর হবে। বৃহস্পতিবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া নিজের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন বাজেট প্রস্তাব প্রকাশ করেছে। ২০২২ থেকে ২০২৬ সালের প্রতিরক্ষা ব্লু—প্রিন্টে উল্লেখ করা হয়েছে, তারা বর্ধিত ধ্বংসক্ষমতার মিসাইল বানাবে। ব্লু—প্রিন্টে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা হবে এবং দূরপাল্লার আর্টিলারির বিরুদ্ধে নতুন ইন্টারসেপ্টর স্থাপন করা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ