Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণির কারণে বিব্রত অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা

ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেয়া হবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

গতকাল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মুক্তি পেয়ে তিনি তার বনানীর লেকভিউয়ের বাড়িতে যান। এ সময় গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা তার বাড়ির সামনে ভিড় করতে থাকে। বাড়ির সামনে এমন ভিড়ের কারণে বিব্রত অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা। এ কারণে বাড়ির মূল ফটক তালাবন্দি করে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। বাড়ির কেয়ারটেকার জানান, ফ্ল্যাট মালিকদের নির্দেশে মূল গেটে পলিথিন ঝুলানো হয়েছে। নিচতলায় ফ্ল্যাট মালিকদের ব্যক্তিগত গাড়ি পার্কিং রয়েছে। সেসব গাড়ির ছবি যাতে না আসে এই কারণে মালিকদের নির্দেশে পলিথিন ঝুলিয়ে দেয়া হয়েছে। ফ্ল্যাটের এক বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, এ বাড়িতে অনেক ভদ্র মানুষ বসবাস করেন। একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। আমরা চাই না তাদের কারণে আমাদের সুনাম নষ্ট হোক। আমরা কোনো বদনাম নিতে চাই না। আমাদের সামাজিক মনমর্যাদা রয়েছে। এটি মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য। তিনি বলেন, এ বাড়ির ৬ তলায় পরীমনি একাই থাকেন। তিনি ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। রোজ রোজ পুলিশ, সাংবাদিক- এসব দেখে তো তারা অভ্যস্ত নয়। এতে আমরা বিব্রত হচ্ছি। এসব বিষয় বিবেচনা করে পরীমনির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, তিনি যেন দ্ত ‍ু ব্যবস্থা নেন। বাড়ির আরেক ফ্ল্যাট মালিক জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমনিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকরা।



 

Show all comments
  • Md Sanuar ২ সেপ্টেম্বর, ২০২১, ৭:২২ এএম says : 0
    পরিমণি দেশের মানসম্মান নষ্ট করেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমণি

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ