Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারপক্ষীয় আপিল শুনানি আজ

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির পক্ষে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারপক্ষীয় আপিল শুনানি আজ। গতকাল (সোমবার) আপিল বিভাগের চেম্বার জাস্টিস ওবায়দুল হাসান এ তারিখ ধার্য করেন। মাদক আইনের মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করে সরকারপক্ষ।
গত ১ মার্চ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তার মামলা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়। পরীমণির আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। পরে সেই আদেশের কার্যক্রম স্থগিত চেয়ে আপিল আবেদন জানান সরকারপক্ষীয় আইনজীবীরা। আদালতে পরীমণির পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি এখন জামিনে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমণি

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ