পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির পক্ষে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারপক্ষীয় আপিল শুনানি আজ। গতকাল (সোমবার) আপিল বিভাগের চেম্বার জাস্টিস ওবায়দুল হাসান এ তারিখ ধার্য করেন। মাদক আইনের মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করে সরকারপক্ষ।
গত ১ মার্চ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তার মামলা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়। পরীমণির আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: সেলিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। পরে সেই আদেশের কার্যক্রম স্থগিত চেয়ে আপিল আবেদন জানান সরকারপক্ষীয় আইনজীবীরা। আদালতে পরীমণির পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি এখন জামিনে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।