Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় একটি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:০২ পিএম

ফ‌রিদপু‌র সালথা উপ‌জেলায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত একটি লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বুধবার (১লা সে‌প্টেম্বর) সকাল ৮ টার দিকে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌

নিয়‌নের কাগ‌দি গোলপাড়া এলাকার এক‌টি বাগান থে‌কে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় নিখীল চন্দ্র শীল প্রায়ই সুশান্ত মি‌ত্রের বাগান থে‌কে সুপারী সংগ্রহ ক‌রেন, অন‌্যদি‌নের মতই বুধবার সকা‌লে সুপরী সংগ্রহের জন‌্য সুশা‌ন্ত মি‌ত্রের বাগা‌নের উত্তর পাশ দি‌য়ে প্রবেশ করার সময় রক্তাক্ত লাশ থে‌কে চিৎকার দেন, প‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কেউ যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে নাই।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার ( নগরকান্দা সার্কেল) মোঃ সু‌মিনুর রহমান ব‌লেন, আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়‌সের এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে, বাই‌রে থে‌কে মে‌রে হয়‌তো এখা‌নে লাশ ফে‌লে রে‌খে গে‌ছে খু‌নিরা, কেউ লাশ সনাক্ত কর‌তে পার‌লে সালথা থানায় যোগা‌যোগ কর‌বেন।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম says : 0
    মানুষ আজ ও মানুষ হয়ে গেছে,হত্যা করা মহা পাপ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ