Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যু বিহীন ৪৮ ঘন্টা, নতুন শনাক্ত ১১৩

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৫:৩৬ পিএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলায় গত ২৪ ঘন্টায়ও করোনা সংক্রমনে কোন মৃত্যুর খবর ছিলনা। এ নিয়ে টানা ৬৫ দিন পরে গত ৪৮ ঘন্টা মৃত্যু বিহীন সময় পেল দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৫৫ জনের বিপরিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। তবে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় এ অঞ্চলে করোনা সংক্রমনের শিকার হয়েছেন ৫৭ জন । ফলে পুরো আগষ্ট যুড়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের সংখ্যা ৯ হাজার ৪৪৬ জনে উন্নীত হল। গত দুদিন বাদে আগষ্টের ২৯ দিনে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এমধ্যে বরিশাল মহানগরীতেই ১ হাজার ২৪৮ জন আক্রান্তের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলে গত ৪৮ ঘন্টায় করোনা সংক্রমন হার দশমিক ৬% হ্রাস পেয়ে এখনে ২২.২২%। গড় মৃত্যুহার ১.৫০%।
অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ৪৩৭ জন সহ সর্বমোট ৩৮ হাজাার ৬২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার গড় হার ৮৮.২৮%।
গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনের শিকার ১১৩ জনের মধ্যে ভোলাতেই ২৫ জন। এনিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা ৬ হজার ৪৭৪ জনে উন্নীত হল। দ্বীপ জেলাটিতে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে ৮৬ জনের। এসময়ে বরিশালে আক্রান্ত ১৬ জনের মধ্যে মহানগরীতে ৪ জন। ফলে বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৮৪২ জনে উন্নীত হবার পাশপাশি মৃত্যুর সংখ্যাও দুদিন আগের ২২০ জনে রয়েছে। তবে এর মধ্যে মহানগরীতেই আক্রান্ত ১০ হাজার ২২০ জনের মধ্যে ইতোমধ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ১৪ জন সহ সর্বমোট ৬ হাজার ২৪ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহারের এ জেলাটিতে ইতোমধ্যে ১০৫ জন মারা গেছেন। পিরোজপুর ও ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ১জন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের পিরোজপুরে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৫৪ জনে উন্নীত হল। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৮২ জনের। দক্ষিণাঞ্চলের সর্র্বোচ্চ সংক্রমন হারের ঝালকাঠীতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৫৮২। গড় সংক্রমন হার ২৬.৪৪%। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৬৯ জন।
বরগুনাতে অবশ্য গত ২৪ ঘন্টায় কোন সংক্রমন বা মৃত্যু ছিলনা। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের এ জেলাটিতে ইতোপূর্বে ৯২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ