Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে বিমান কর্মীদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএর কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জয়েন্ট অ্যাকশন কমিটি বা জিএসি আট দিনের এ ধর্মঘটের প্রত্যাহার করার ঘোষণা দিয়ে সব কর্মীদের কাজে যোগ দেয়ার এবং বিমান চলাচল পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে। পিআইএকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে এর কর্মীরা ধর্মঘট শুরু করেন। ফলে এয়ারলাইনটির ফ্লাইট শিডিউল পুরোপুরি অচল হয়ে পড়েছিল। জিএসি সভাপতি ক্যাপ্টেন সুহাইল বালুচ সংবাদ মাধ্যমকে বলেন, পিআইএকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার বিষয় নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দেয়া হয়েছে। এ অবস্থায় ধর্মঘট চালিয়ে যাওয়া এবং ফ্লাইট বন্ধ রাখার কোনো আর প্রয়োজন নেই বলেও জানান তিনি। এ ছাড়া পাকিস্তানের রুগ্ণ জাতীয় এয়ারলাইন্সকে পুনরায় চাঙ্গা করে তোলা সম্ভব বলেও কর্মীরা প্রমাণ করবেন বলে ঘোষণা করেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে বিমান কর্মীদের ধর্মঘট প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ