Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের সাথে সৌর সমন্বয় প্রজেক্ট তৈরি শাবি ছাত্রের

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৩:৩৬ পিএম

বিদ্যুৎ বিভ্রাটের দুর্ভোগ কমাতে বিদ্যুতের সাথে সৌরবিদ্যুতের সমন্বয় বিষয়ক একটি প্রজেক্ট তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান সিপার। তিনি ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের পড়াশোনা করছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রজেক্টটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।
গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিং এর প্রভাবে বিভিন্ন দুর্ভোগ কমাতে এ প্রজেক্ট সহায়ক ভূমিকা পালন করবে। প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই সৌরবিদ্যুতের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। এজন্য সৌরবিদ্যুতের মাধ্যমে লাইট ও ফ্যান ও অন্যান্য ডিভাইসের সংযোগ ও সুইচ দেয়া থাকতে হবে। বিদ্যুৎ চলে গেলে সৌরবিদ্যুতের সাথে সংযুক্ত ডিভাইসগুলো চলতে শুরু করবে। তবে পুনরায় বিদ্যুৎ আসার সাথে সাথে ডিভাইসগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যাবে।

হাফিজুর রহমান সিপার বলেন, আমি প্রজেক্টটি তৈরি করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। প্রজেক্টটি ১০০% নিরাপদ। এটি ১২ ভোল্টের যেকোন ব্যাটারিতেও ব্যবহার করা যাবে। তবে সৌরবিদ্যুতের লাইনে হাত দিলে কখনও শক লাগবে না। এই প্রজেক্ট একবার লাগালে ১০ বছরের ও বেশি সময় ব্যবহার করা যাবে । আশা করি প্রজেক্টটি সকলের ভালো লাগবে।



 

Show all comments
  • razib ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    এটা কি এমন কর্ম যা করতে ইন্জিনিয়ারিং এর ছাত্রদের করতে হবে । একটা রিলে ব্যাবহারই যথেষ্ট । বিদ্যৎ থাকলে রিলে অন ফলে সৌর লাইন অফ আর বিদ্যুৎ চলে গেলে সৌর লাইন অন । পন্ডিতদের বলুন আলাদা ফ্যান লাইট ব্যবহার না করে একই ফ্যান লাইটে লাইন বিদ্যুৎ আর সৌর বিদ্যুতের সমন্ময় ঘটাতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ভাবন

১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ