গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় স্ত্রী ও দেড় বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠছে আব্দুল অহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অহিদ পারিবারিক কলহের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে অহিদ পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।