মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের মাটি থেকে অবশেষে বিতাড়িত হলো মার্কিন বাহিনী। ২০ বছর পর মাথা নিচু করে মঙ্গলবার কাবুলের সময় ভোরে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ পরিবহন বিমানটি কাবুল বিমানবন্দর ত্যাগ করে।
কাবুল ত্যাগের সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম সঙ্গে করে নিয়ে যায় মার্কিন বাহিনী। রকেট হামলা ঠেকাতে এগুলো বিমানবন্দরে মোতায়েন করা ছিল।
এছাড়া কাবুল ত্যাগের আগে সামরিক হেলিকপ্টারসহ অনেক যুদ্ধসরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। এসব যুদ্ধসরঞ্জাম আর কখনো ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি।
কাবুল ত্যাগ করার আগে ৭৩টি এয়ারক্র্যাফট, ২৭টি সাঁজোয়া যানসহ বেশ কিছু যুদ্ধসরঞ্জাম চিরতরে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া মাইন প্রতিরোধী ৭০টি যান ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অনেক আধুনিক যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে তালেবানের হাতে চলে গেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।