Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পেপসি-কোকের সাথে ফলের রস মেশানোর প্রস্তাব মোদির

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পেপসি ও কোকের মতো কোমল পানীয় তৈরির রেসিপি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশি-বিদেশি কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানির কর্মকর্তারা তার সাথে দেখা করতে এলে তিনি তাদের এই পরামর্শ দিয়েছেন। পেপসি ও কোকের মধ্যে ফলের রস মেশানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি তাদের বলেছি, আপনাদের পানীয় অস্বাস্থ্যকর বলে বলা হয়। এখন আপনারা যদি তাতে ২% (দুই শতাংশ) ফলের জুস মেশান তাহলে সেটা কিছুটা স্বাস্থ্যকর হবে আবার ভারতীয় ফল চাষিরাও ব্যাপকভাবে লাভবান হবে। ভারতে ব্যবসা-বাণিজ্যকে চাঙ্গা করার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে মোদি একথা বলেন। 

তবে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের ব্যাপারে পানীয় প্রস্তুতকারক কোম্পানির কর্মকর্তারা কি বলেছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। পেপসি বা কোকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে সংবাদদাতারা বলছেন, এসব কোম্পানির রেসিপি অত্যন্ত গোপনীয়। ব্যবসার জন্য ভারত একটি বড় বাজার হলেও ফলের রস দিয়ে তারা নতুন পণ্য বাজারে ছাড়তে পারেন কিন্তু বর্তমানে যে পেপসি বা কোক আমরা বাজারে পাচ্ছি, ভারতীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবের জেরে সেটার রেসিপি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেপসি-কোকের সাথে ফলের রস মেশানোর প্রস্তাব মোদির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ