নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : অনুশীলন ম্যাচ দেখতে এসে পয়সা উশুল হয়েছে দর্শকদের। বিসিবি একাদশের ৩০৯/৯ স্কোরে ইমরুল কায়েস, মুশফিকুর, নাসিররা পেলো হাততালি। জবাব দিতে এসে ২৩ বল হাতে রেখে ইংল্যান্ডের ৪ উইকেটে জয়েও দর্শকরা পেলো বিনোদন। বাংলাদেশে এসে ৪র্থ দিনের মাথায় অনুশীলন ম্যাচের সুযোগটা ভালই কাজে লাগালো জস বাটলারের দল। গরমে অতিষ্ঠ সফরকারী দলের জন্য পরীক্ষাটা ছিল ভ্যাপসা গরমে নিজেদের মানিয়ে নেয়া। পুরো ৫০ ওভার ফিল্ডিং করে সেই সাহসটাও পেলো ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ৩৩ ডিগ্রি তাপমাত্রায় খেলতে আসা দলটি।
অনুশীলন ম্যাচের প্লেয়ার্স লিস্ট দেখে তো রীতিমতো চোখ ছানাবড়া। বিসিবি একাদশের ঘোষিত স্কোয়াডে ছিলেন না মুশফিকুর রহিমÑঅথচ গত পরশু রাতের সিদ্ধান্তে সেই মুশফিকুর রহিমকেই কি না রাখা হয়েছে অনুশীলন ম্যাচের একাদশে! প্রস্তুতি ম্যাচে নামিয়ে দেয়া ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির, আল আমিনদের দিকে যেখানে চোখ নিব্বিষ্ট থাকার কথা, সেখানে মুশফিকুরকে নিয়ে সংখ্যাটা উন্নীত হলো পাঁচ এ! সৌম্যকে ছন্দে ফিরিয়ে আনা গেলো না, আফগানিস্তানের বিপক্ষে ০, ২০ এবং ১১’র পর ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচে ওয়াকসের বলে সøাইস শট খেলতে যেয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন এই বাঁ হাতি ৭ রানে! আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৬, ৩৮ও ১২Ñএমন ছন্দহীন মুশফিকুরকে ছন্দে ফিরিয়ে আনতে অনুশীলন ম্যাচে নামিয়ে দেয়ার সুফলটা পেলেন টীম ম্যানেজমেন্ট (৫৭ বলে ৫১)। জাতীয় দলের ড্রেসিংরুমে থাকাটাই এখন যার কাছে স্বান্ত¦নার উপলক্ষ্য, বিসিবি একাদশের সেই অধিনায়ক নাসিরের ৪৫ বলে ৪৬ রানের ইনিংসেও ব্যাক আপ ক্রিকেটারের শক্ত বেঞ্চটা পেলো টীম ম্যানেজমেন্ট।
তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামিয়ে দেয়া জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের মধ্যে ইমরুল কায়েসকেই একটু বেশি আত্মবিশ্বাসী মনে হলো। প্রথম বলে ক্রিস ওয়াকসকে কভার দিয়ে বাউন্ডারিতে শুরু, প্রথম ওভারে তিনটি বাউন্ডারির ২টিই তার। বাঁ হাতি পেস বোলার উইলির উপর একটু বেশিই চড়াও হয়েছিলেনÑ ৩টি ছক্কার শটে বেছে নিয়েছেন এই ইংলিশ পেস বোলারকে। অফ স্পিনার মইন আলীকে ২টি, লেগ স্পিনার আদিল রশিদকে ক্রিকেটীয় শটে মেরেছেন সেখানে ১টি ছক্কা! ফতুল্লার পিচটা ছিল ব্যাটিং ফ্রেন্ডলীÑএমন উইকেট পেয়েই শুরু থেকে এই বাঁ হাতি ওপেনারের আক্রমনাত্মক ব্যাটিংয়ে ফতুল্লার দর্শক পেলো বিশেষ বিনোদন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানের ইনিংস খুশি করতে পারেনি টীম ম্যানেজমেন্টকে,সিরিজের অবশিস্ট ২ ম্যাচে ড্রেসিং রুমে কাটানোর কারন সেটাই। তা নিজেও উপলদ্ধি করেন ইমরুল। ইংল্যান্ডের বিপক্ষে অতীত ওয়ানডে রেকর্ডটা তার দারুনÑ ২০১০ সালে ব্রিস্টলে ইংল্যান্ডকে প্রথম হারানোর ম্যাচে ৭৬ রানের ইনিংস ছাড়াও ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ম্যাচ উইনিং ৬০ রানের ইনিংসে সেটাই জানিয়ে দিয়েছিলেন ইমরুল কায়েস। গড়পড়তা ইনিংসে টীম ম্যানেজমেন্টকে তুস্ট করতে পারছেন না বলে গতকাল স্পেশাল ইনিংস উপহার দিলেন টীম ম্যানেজমেন্টকে। ৮১ বলে সেঞ্চুরি পূর্ন করে,৯১ বলে ১২১ রানের ইনিংসে থামলেন তিনি। উইলিকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে বোল্ড হয়ে ফেরা ইনিংসে ১১টি চারের পাশে ৬টি ছক্কা ! যে ছেলেটির ওয়ানডে ক্যারিয়ারে স্ট্রাইক রেট ৬৫.৭১, গতকালকের অনুশীলন সেই বাঁ হাতি স্পিনারের স্ট্রাইক রেট ১৩২.৯৬ ! ভাবুন তো? দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫, ৩য় জুটিতে ৭১ রানে নেতৃত্বটা যে তারই। যতোক্ষন ছিলেন উইকেটে,রানের ফুল ফুটেছে ফতুল্লায়। ৪০ ওভার শেষে বিসিবি একাদশের স্কোর ২৬০/৩ কে অবিশ্বাস্য মনে হয়নি ইমরুলের ব্যাটিংয়ের কারনেই। অথচ, ইমরুল ফিরে যাবার পর শ্লগকে কাজে লাগাতে পারেনি বিসিবি একাদশ। শেষ ৬০ বলে ৪৯ রানে সন্তুস্ট থাকতে হয়েছে।
অনুশীলন ম্যাচে ফ্লাট উইকেটে নামিয়ে দেয়া পেস বোলার আল আমিনে আশ্বস্ত হননি টীম ম্যানেজমেন্ট (৯-০-৬৪-১)। বাংলাদেশের স্পিন পরীক্ষায় ধাঁধায় রেখেছে টিম ম্যানেজমেন্ট সফরকারী দলকে। তবে ব্যাটিং ফ্রেন্ডলী উইকেটে রবি পেসার হান্টের আবিস্কার এবাদত (২/২৬), এবং নেট বোলার মানিকের নিয়ন্ত্রিত বোলিং এ দু’জনকে দিয়েছে প্রেরনা। বাংলাদেশের কন্ডিশনে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার পরীক্ষাটা নিতে পেরেছে ইংল্যান্ড দল। বিসিবি একাদশের ৩০৯/৯ স্কোরের জবাব দিয়ে ২৩ বল হাতে রেখে জিতেছে তারা ৪ উইকেটে। আল আমিনকে বাউন্ডারি দিয়ে উইনিং শট নেয়া অধিনায়ক জোস বাটলার ৬৪ বলে ৩ চার ৪ ছক্কায় খেলেছেন হার না মানা ৮০ রানের ইনিংস। মইন আলী সেখানে ৫১ বলে করেছেন ৭০ রান। তবে এই ম্যাচে ইংল্যান্ডের দুই স্পিনারকে নিয়ে ভয় কেটেছে বাংলাদেশ দলের। অফ স্পিনার মইন আলীর বলে ওভারপ্রতি ৫.৮৫ রান করেছে বিসিবি একাদশ ব্যাটসম্যানরা, সেখানে লেগ স্পিনার আদিল রশিদকে গতকাল বাগে পেয়ে ওভারপ্রতি ৭.৬০ রান নিয়েছে বিসিবি একাদশ!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।