নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য র্যাঙ্কিংয়ের জটিল হিসেব মিলিয়েছে বাংলাদেশ দল। আইসিসি’র বেধে দেয়া সময়সীমা ২০১৫’র ৩০ সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ে সেরা ৮ এ থাকার চ্যালেঞ্জে জিতে ১০ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে র্যাঙ্কিংয়ের উপরের সারির দল পাকিস্তান, ভারত, দ.আফ্রিকার বিপক্ষে তিন তিন বড় সিরিজ জয়ে। ২০১৫ সালে ওয়ানডে র্যাঙ্কিং পয়েন্ট ৬৯ থেকে ৯৮এ উঠে, র্যাঙ্কিংয়ে ৯ থেকে ৭ এ উঠে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তখন থেকেই বাংলাদেশ দল চোখ রেখেছে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ১০ দলের বিশ্বকাপ ক্রিকেটে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আইসসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে বাদ দিয়ে থাকতে হবে শীর্ষ ৭ এ, তাহলেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ দল। তা না হলে বাংলাদেশকে খেলতে হবে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে। সেখান থেকে সেরা দু’য়ে থাকলেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। ২০১৮ সালে অনুষ্ঠেয় আইসিসি কোয়ালিফাইয়ারের স্বাগতিক মর্যাদা পাওয়ায় হোম সুবিধা নিয়ে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহনের বিকল্প সুযোগটাও আছে বাংলাদেশের। তবে আইসিসি কোয়ালিফাইয়ারের বাধা পেরিয়ে পরবর্তী বিশ্বকাপে খেলার মতো জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে না, ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশÑর্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান এবং আইসিসি’র ফিউচার ট্যুর প্রজেক্টে (এফটিপি) বাংলাদেশের জন্য বরাদ্দ থাকা ১৬ টি ওয়ানডে ম্যাচ সে স্বপ্নই দেখাচ্ছে বিসিবি সভাপতিকে!
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ২-১ এ জিতে র্যাঙ্কিং পয়েন্ট ৩ হারিয়েও সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার কিছুই দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। গত পরশু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এমন আশাবাদ ব্যক্ত করে,সেই বদ্ধমুল ধারনার সপক্ষে গতকাল যুক্তি উপস্থাপন করেছেন তিনিÑ‘ বিশ্বকাপে কোয়ালিফিকেশনের জন্য যে র্যাঙ্কিং, সেখানে ওরা (আইসিসি) হিসেব করে দেখেছে যে, র্যাকিংয়ের বাংলাদেশ পাঁচেই থাকবে। নিচে যাওয়ার কোনও সুযোগ নেই। অস্বাভাবিক কিছু না হলে কোয়ালিফাই রাউন্ডে খেলতে হবে না, আমরা নিজেরাও তা হিসেব করে দেখেছি।’
শ্লট খালি থাকলে এফটিপির বাইরে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন করতে পারে যে কেউ। র্যাঙ্কিংয়ের হিসেবটা ওলট পালট করে দিতে পারে এফটিপির বাইরের সিরিজগুলো। তবে আইসিসি’র এফটিপি দেখেই ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি। গতকাল ফতুল্লায় ইংল্যান্ড-বিসিবি একাদশের মধ্যে ম্যাচ চলাকালে সে সম্ভাবনার কথাই শুনিয়েছেনÑ‘ বর্তমান এফটিপির উপর ভিত্তি করেই এ কথা বলছি। তবে আমরা যদি খুব খারাপ খেলতে থাকি এবং সব ম্যাচ হারতে খাকি তাহলে অবশ্যই একটা ঝুঁকির মধ্যে পড়ব। কিন্তু আমার দৃঢ বিশ্বাস এরকম কোনও কিছু হবে না এবং আমরা আরও উপরে উঠব।’
আইসিসি’র বর্তমান র্যাঙ্কিংয়ে সেরা ৯ দলের র্যাঙ্কিং পয়েন্ট ১২১ থেকে ৮৮’র মধ্যে। বাংলাদেশের পেছনে থাকা বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের সর্বশেষ র্যাঙ্কিং পয়েন্ট ৯০,সেখানে বিশ্বকাপের প্রথম ২ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশ যেখানে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলবে, সেখানে চলমান এফটিপি অনুযায়ী পাকিস্তান ১৮টি এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার কথা ১৬টি ওয়ানডে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনের যোগ্যতা হারানো ওয়েস্ট ইন্ডিজ এই সময়ের মধ্যে খেলবে উপরের সারির ২টি দলের বিপক্ষে ৩টি ওয়ানডে সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে ২টি,ভারতের বিপক্ষে ১টি)। পাকিস্তানও সেখানে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং তাদের উপরে থাকা বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে। সে কারনেই এই এক বছরে র্যাঙ্কিংয়ে অনেক ওলট পালট হতে পারে,বাংলাদেশ নেমে যেতে পারে র্যাঙ্কিংয়েÑ এ শঙ্কা কিন্তু থাকছেই।
বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় ওয়ানডে টূর্নামেন্টে নীচের সারির র্যাঙ্কিং দল স্বাগতিকদের বিপক্ষে ২টি ম্যাচ এবং আগামী বছরের জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। সে কারনেই প্রশ্ন উঠছে, আইসিসি’র বেধে দেয়া সময়সীমার এক বছর আগেই র্যাঙ্কিংয়ের জটিল হিসাব মেলাচ্ছেন কিভাবে বিসিবি সভাপতি? নাজমুল হাসান পাপন এমপি অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে আশায় বুক বাধছেনÑ‘ আয়ারল্যান্ডের সঙ্গেও হারলে তা হবে অস্বাভাবিক ব্যাপার । আমি তো মনে করি আমরা ইংল্যান্ডের সঙ্গে জিতব, শ্রীলঙ্কার সাথে, নিউজিল্যান্ডে গিয়ে বৈরি পরিবেশেও অন্তত: একটা ম্যাচ আমরা জিতব। তাহলেই তো আমরা পয়েন্ট পাব।’
তবে আইসিসি’র হেড অব মিডিয়া সামিউল হাসান গতকাল ই-মেইলে বিষয়টি পরিস্কার করেছেন। আইসিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাগতিক ইংল্যান্ড এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৭টি দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করবে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে নীচের সারির অন্য ৪টি দলের সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেট লীগের ৬ দলকে নিয়ে ২০১৮ সালে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ারের সেরা ২টি দল ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।