নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ইনজুরির কারণে প্রায় দশমাস জাতীয় দলের বাইরে ছিলেন দেশসেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। তবে পুরোপুরি ফিট হয়ে আবার ফিরেছেন তিনি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লেÑঅফ-২ এ ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এমিলিকে। চূড়ান্ত দলে জায়গা করে নিতে এখন নিয়মিত অনুশীলন করছেন তিনি। অনুশীলনে মনযোগী এই স্ট্রাইকার ভুটানের বিপক্ষে ঢাকার ব্যর্থতা ভুলে যেতে চান। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের ফাকে এমনটাই জানালেন এমিলি। তিনি বলেন,‘ থিম্পুর ম্যাচটি আমাদেও জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা সেরাটাই ঢেলে দিতে চাই। হোম ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে না পারায় অ্যাওয়ে ম্যাচ নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে বেশি। থিম্পুতে ভুটান হোমের একটা অ্যাডভান্টেজ পেলেও তাদেরকে কোন সুযোগ দেয়া যাবে না। ভুটানে অনেক ঠাÐা। তবে ম্যাচের ২/৩ দিন আগে সেখানে গেলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো আমরা। আমি মনে করি আবহাওয়া বড় কোন সমস্যা হবে না আমাদের জন্য। আমরা জয়ের লক্ষ্যেই ভুটানে যাবো।’
ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হেরে গেলে বেশ কিছুদিন বাংলাদেশকে থাকতে হবে আন্তর্জাতিক ফুটবলের বাইরে। জাতীয় ফুটবল দলের থাকবে না কোন আন্তর্জাতিক ব্যস্ততা। এমন অবস্থা থেকে দলকে উদ্ধার করাটাই এখন দলের মোটিভেশন বলেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড এমিলি। তিনি বলেন, ‘কোচ কিন্তু আসলে অনেক কিছু চিন্তা করেই আমাদের সিনিয়র কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠিয়েছেন। কারণ ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো না। একজন ফুটবলার হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। আমরা এমন পরিস্থিতিতে পড়তে চাইনা। তাই যে কোন মুল্যেই হোক আমাদেও ভালো খেলে জয় তুলে আনতে হবে।’
এমিলি যোগ করেন,‘ফুটবলে আক্রমণভাগের সব থেকে বেশি গুরুত্ব থাকে । যেখানে প্রতিনিয়ত পারফর্ম করতে হয়। প্রতিদিনই গোল করতে হয় একজন স্ট্রাইকারকে। গোল না পেলে ম্যাচ জেতা যায় না এবং স্ট্রাইকারদের নিয়ে সমালোচনা হবেই। আশাকরি এ অবস্থা আমরা কাটিয়ে উঠবো। থিম্পুতে স্ট্রাইকাররা গোল পাবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।