Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরে বুকডন দিলেন বর-কনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

চারদিকে আলোকসজ্জা। আমন্ত্রিত অতিথিরাও হাজির। মঞ্চে উঠলেন বর-কনে। কনের পরনে লেহেঙ্গা, সঙ্গে অসংখ্য গয়না। বরের সাজও চিরাচরিত পাগড়ি ও শেরওয়ানি। হঠাৎ মঞ্চে বুকডন দেয়া শুরু করলেন নব-দম্পতি। তাদের এই কান্ডে উপস্থিত অতিথিরা খানিকটা চমকে যান। সেটাই স্বাভাবিক, কেননা বিয়ের আসরে বর-কনেকে আগে কেউ কখনো বুকডন দিতে দেখেননি। তাদের বুকডন দেয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে না করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে গুরগাঁওয়ে। সেখানকার একজন মেকআপ আর্টিস্ট পারুল গার্গে প্রথম সেই ভিডিও পোস্ট করেন। ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, বিয়ের মঞ্চে বুকডন দেয়া সেই কনের নাম অক্ষিতা অরোরা মহাজন ও তার স্বামীর নাম আদিত্য মহাজন। অক্ষিতা একজন ফিটনেস কোচ হিসেবে কাজ করেন। ভাইরাল ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম ওয়ালেও শেয়ার করেছেন এই কনে। সেখানে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, শরীরচর্চাকে জনপ্রিয় করতে অনেক আগে থেকেই কাজ করছেন অক্ষিতা অরোরা মহাজন। অন্যদের শরীরচর্চায় সচেতন করতে নানা সময়ে ভিন্ন কিছু করেন তিনি। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুকডন দিলেন বর-কনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ