মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বাজাউর জেলায় আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানি দুই সেনা নিহত হয়েছেন। তালেবান কাবুল দখলের ১০ দিনের মাথায় দুই দেশের সীমান্তে এ হামলা চালানো হলো। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বাজাউর আইনহীন একটি আদিবাসী অঞ্চল। সেখানে পাকিস্তানি তালেবানসহ দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া যোদ্ধাদের আধিপত্য রয়েছে। তাদের সংক্ষিপ্ত নাম টিটিপি। তবে সে হামলা টিটিপি করেছে কিনা এ ব্যাপারে জানানো হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই টিটিপি নেতা ও যোদ্ধারা সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে সামরিক অভিযানের সময় উপজাতীয় জেলা থেকে পালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর আগুনের কারণে দুই থেকে তিন জন হামলাকারী নিহত হন এবং তিন থেকে চার জন আহত হন। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এ ঘটনার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহারকে নিন্দা জানিয়েছে। আফগানিস্তান থেকে এই ধরনের সহিংসতা পাকিস্তান মেনে নেবে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ বলেছেন, ইসলামাবাদ আশা করেছিল যে তালেবান নিশ্চিত করবে পাকিস্তান বিরোধী টিটিপি পাকিস্তানে হামলার জন্য আফগান মাটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করবে না। পাকিস্তানের অভিযোগ, তালেবান জুলাই মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী হামলা চালানোর জন্য আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। সে সময় ৯ জন চীনা শ্রমিক ও চারজন পাকিস্তানি নিহত হয়েছিলেন। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা আশঙ্কা করেছিলাম পাকিস্তানেও আফগানিস্তানের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুহাইদ তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, তালেবান কোনো গোষ্ঠীকে কারও বিরুদ্ধে হামলা চালানোর জন্য আফগান মাটি ব্যবহার করতে দেবে না। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।