Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তায় ধরা পরলো ৩৪ কেজি ওজনের বাঘাইর মাছ

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ৬:২৫ পিএম

তিস্তা নদীতে ৩৪কেজি ওজনের বাঘাইর মাছ পাওয়া গেছে। ইতোপূর্বে এত ওজনের মাছ পাওয়া যায়নি এই এলাকায়। সোমবার(৩০ আগষ্ট) সকালে তিস্তা সেচ ক্যানেলের নীলসাগর নামক এলাকায় স্থানীয় জেলের জালে আটকা করে এই মাছটি। বিরাট এই মাছ বিক্রি হচ্ছে ডিমলা বাজারে।

জেলে তারা মিয়া বলেন, সকালে ডালিয়া নীলসাগর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসি ডিমলা বাজারে। ৩৪কেজি ওজনের মাছটি সেখান থেকে ১১০০ টাকা কেজি দরে নিয়ে আসি। এখানে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করবো। স্থানীয়দের আগ্রহ অনেক। এ রকম মাছ পাওয়া যায় না, এ জন্য চাহিদা ব্যাপক।

ব্যবসায়ী মহিকুল ইসলাম জানান, আমি এক কেজি কিনেছি ১২০০ কেজি দরে। চাহিদার পাশাপাশি আলোচনাও চলছে তিস্তা ক্যানেলের মাছ নিয়ে। মাছটি দেখতে উৎসুক মানুষরা ভীড় করছেন। তিনি বলেন, দশ বছর আগে ১৭কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটকা পড়েছিলো জেলেদের জালে। তারপর আজ ৩৪কেজির। এটি সবচেয়ে বড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ