গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোডের বিমান চত্বর হতে রাস্তার উভয় পাশের ফুটপাথ, নালা ও রাস্তার অংশ অবৈধভাবে দখলে নিয়ে স্ত‚প করে রাখা কাঠ ও বিভিন্ন সামগ্রী অপসারণ করে রাস্তা ও ফুটপাথ উন্মুক্ত করা হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করে যানজট সৃষ্টি ও পথচারী চলাচলে বাধাগ্রস্ত করায় ট্রাক মালিক মো. আলমগীরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসী আকবর, চসিকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারী, বন্দর থানা ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।