Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক মামলায় বলিউড অভিনেতা আরমান গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১০:১৯ এএম

সম্প্রতি বলিউডের নামজাদা অভিনেতা আরমান কোহলির বাড়িতে হানা দেয় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। এরপরই মাদককান্ডে অভিনেতাকে গ্রেফতার করে এনসিবি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এনসিবি গোয়েন্দারা।

বলিউডে মাদক যোগ নতুন কিছু নয়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে উঠে আসে বলিউডে মাদক যোগের তত্ত্ব। এরপরই বলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের জেরা করা হয়েছে, গ্রেফতারও হয়েছে।

ওই তদন্তের সূত্রেই শনিবার এনসিবি-র হাতে ধরা পড়েছিল কুখ্যাত মাদক ব্যবসায়ী অজয় রাজু সিং। তার হেফাজত থেকেও উদ্ধার হয়েছিল নিষিদ্ধ মাদক। জানা গেছে তাকে জেরা করেই আরমান কোহলির নাম উঠে আসে। সময় নষ্ট না করে অভিনেতার আন্ধেরির বাড়িতে হানা দেয় এনসিবি গোয়েন্দারা।

এরআগে গত ১ এপ্রিল মাদক মামলায় গ্রেফতার হন বলিউডের অপর এক অভিনেতা এজাজ খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এরপরই ৩ এপ্রিল গৌরবের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।

উল্লেখ্য, সালমান খানের ছবি 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে দেখা গিয়েছিল আরমান কোহলিকে। এছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র প্রতিযোগীও ছিলেন তিনি। সেখানেও অন্য এক প্রতিযোগী এবং মডেল সোফিয়া হায়াতের সঙ্গে বিতর্কে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ