বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানের গ্রেফতার-কারাদণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। যুবলীগ নেতা সম্রাটকে গ্রেফতার করা নিয়ে নানা গুঞ্জন চলছিল বেশ আগে থেকেই। অবশেষে আজ তাকে আটক করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য ও বিশ্লেষণ তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
আজ গ্রেফতারের পর সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তাঁর কাকরাইলের কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া পাওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মাদক আইনে যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে আজ ভোরে সম্রাটকে তাঁর এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় আনা হয়।
ফেইসবুকে এক প্রতিক্রিয়ায় কামাল ইসলাম লিখেছেন, ‘‘আমি মনে করি সম্রাটকে জাতীয় পুরস্কার দেওয়া হোক। কারণ তার গ্রেফতার নাটক দিয়ে গতকাল ঢাকা-নয়াদিল্লী কি কি চুক্তি হলো তা থেকে পাবলিকের মনোযোগ খুব সহজেই অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে।’’
এদিকে, শাহ জালাল সানি লিখেছেন, ‘‘বন্যপ্রাণী আইনে ৬ মাস জেল হয়েছে, এবার দেখা যাক ক্যাসিনো চালিয়ে শত শত কোটি টাকা অবৈধ আয়ের জন্য কত দিন বা কত ঘণ্টা জেল হয়!’’
হোসাইন নূর লিখেছেন, ‘‘সম্রাটের এই ছয় মাসের সাজার মধ্য দিয়ে একটি বড় ধরনের সাজা ও আইনি জটিলতার হাত থেকে স্বয়ং র্যাবই তাকে উদ্ধার করলো। এখন এটাই প্রমাণ হয় যে- বাংলাদেশে দুর্নীতি ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে।’’
‘‘খুব কৌশলে দেশের সার্বভৌমত্ব শেষ করার কাজ হচ্ছে। জয়নাল হাজারিকে দলের শীর্ষ কমিটিতে স্থান দিয়ে ফেনী নদী দিলো ভারতকে, যাতে ওই খানে কোনও আন্দলোন দাঁড়াতে না পারে। আর এখন ভারতকে সব দিয়ে তা ধামাচাপা দিতে সম্রাট নাটকের উপস্থাপন করছে’’ এমন মন্তব্য আতিক-আল ইসলাম সুমনের।
শামাউন ইকবাল লিখেছেন, ‘‘সম্রাট নিজে তো বটেই, সারা দেশবাসী জানে যে কোনো সময় গ্রেফতার হবে, তল্লাশি হবে, তারপরেও সম্রাটরা পুলিশের উদ্ধারের জন্য অস্ত্র মদ ইয়াবা সাজিয়ে রেখে দিয়েছে? বড়ই রহস্যে ঘেরা এই সহস্যময় পৃথিবী!’’
আজিজুল বারি হেলাল লিখেছেন, ‘‘চলিতেছে ‘শাঁক দিয়ে মাছ ঢাকা’ সার্কাস। ফেনী নদীর পানি চলে গেল। আপনি নিশ্চয় চিলের পিছে না দৌড়ায় কান নিয়ে কথা বলুন যেটা জরুরী।’’
ফেইসবুক ব্যবহারকারী রাকিবুল হোসাইন দাবি করেছেন, ‘‘গ্রেফতার আরো আগে হয়েছে,, এখন প্রকাশ করার কারণ ভারতকে যে অনেক কিছু দিয়ে এসেছে তা ঢাকা রাখতে। বাঙালিকে নতুন টপিক দেওয়া হলো,যাতে ভারতকে সব কিছু বিলিয়ে দিয়ে আসার টপিক গুলো ভুলে যায়।’’
‘‘সম্রাট ভাইয়ের উচিৎ হবে তাকে গড়ে তোলার পেছনে যারা সুবিধা নিয়েছে তাদের পরিচয় প্রকাশ করা। তিনি যদি অপরাধী হউন তাহলে তারাও অপরাধী’’ লিখেছেন আলমগীর কবির খান।
শামসুদ্দিন শামস লিখেছেন, ‘‘তিস্তার পানি পায়নি। আবার ফেনীর পানি মোদি চাওয়ার সাথে সাথে দিয়ে আসলেন। সেই লজ্জা ধামাচাপা দেয়ার জন্য, মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতারের নাটক। সে তো গত ১ সপ্তাহ আগে থেকেই সরকারের হেফাজতে ছিল।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।