Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান সীমান্তে পাকিস্তানের ২ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১০:০১ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা গতকাল রবিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ওপারে আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলাকারীরা বাজৌর জেলার একটি সামরিক পোস্টে গুলি চালায়। তবে পাকিস্তানি সেনারাও পাল্টা হামলা চালিয়ে ২-৩ জন আক্রমণকারীকে হত্যা করে।
নিহত দুই পাকিস্তানি সেনা হলেন- ২৮ বছর বয়সী সিপাহী জামাল এবং ২১ বছর বয়সী সিপাহী আয়াজ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তালেবান আফগানিস্তান দখল নেওয়ার ১০ দিনের মাথায় এই প্রথম পাকিস্তানের সেনা নিহত হলো।
তবে সংবাদমাধ্যম আল জাজিরা পাক সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। কারণ, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের এই ‘বাজাউর’ এলাকায় সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীরা প্রবেশ করতে পারে না।
পাকিস্তানের বাজাউর হলো চরম অরাজকতাপূর্ণ একটি জেলা। এই অঞ্চলে পাকিস্তানের তালেবান যেটা তেহরিক-ই তালেবান (টিটিপি) নামে পরিচিত তারা বসবাস করে। পাকিস্তান বংশদ্ভূত এই তালেবান প্রায়ই পাকিস্তানের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
তালেবান কাবুল দখলের পর পাকিস্তানের তেহরিক- ই তালেবান আফগানিস্তানের তালেবানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা (ক্যাম্পেইন) চালিয়েছে।
সেনা নিহতের ঘটনায় পাকিস্তান আর্মি সুনির্দিষ্ট করে বলেনি, কাদের হামলায় তাদের সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ ধরনের ঘটনায় তারা টিটিপিকে দায়ী করে থাকে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী (তালেবান) আফগান সীমান্ত ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেবে না বলে তারা প্রত্যাশা করছে। সূত্র : ডন



 

Show all comments
  • জাফর ৩০ আগস্ট, ২০২১, ১১:১২ এএম says : 0
    সন্ত্রাস দমনে আফগান ও পাকিস্তানকে এক সাথে কাজ করতে হবে
    Total Reply(0) Reply
  • আশরাফুল ইসলাম ৩০ আগস্ট, ২০২১, ১১:১৪ এএম says : 0
    এটা দু’দেশের জন্য খুবই উদ্বেগের বিষয়
    Total Reply(0) Reply
  • নিয়ামুল ৩০ আগস্ট, ২০২১, ১১:১৬ এএম says : 0
    দুই দেশ সম্মিলিতভাবে কাজ করলে উভয় দেশেই কোন উগ্রবাদী বা সন্ত্রাসী টিকে থাকতে পারবে না। তাদেরকে নির্মূল করা সম্ভব হবে
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দিন ৩০ আগস্ট, ২০২১, ১১:১৭ এএম says : 0
    পাকিস্তানকে এখন আরও বেশি সজাগ থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ৩০ আগস্ট, ২০২১, ১১:১৮ এএম says : 0
    আশা করছি, আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী (তালেবান) আফগান সীমান্ত ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ