Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাচনী তৎপরতা শুরু

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপনির্বাচনে সম্ভাব্য প্রাথীদের নির্বাচনী তৎপরতা ও দৌঁড়ঝাপ শুরু হয়ে গেছে। গত ১৮ ই আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনজিল আলী সরকারের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য এই তৎপরতা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, বিধি মোতাবেক উপনির্বাচন হবে তবে এখনো দিন তারিখ বলা সম্ভব নয়।
তবে তারিখ ঘোষণা হোক অথবা না হোক সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সভাপতি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ ।
তবে বিএনপি এই নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে কি না তা› স্থানীয় নেতাকর্মীরা বলতে পারছে না। তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরুর নাম শোনা যাচ্ছে বলে দলের ভেতরে গুঞ্জন শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সারিয়াকান্দি উপজেলা নির্বাচনী তৎপরতা
আরও পড়ুন