গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠ এলাকায় যাত্রী সেজে রিকশায় উঠে রিকশাচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ও রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক আনছার আলী (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আনছার আলীর স্ত্রী পারভীন আক্তার বলেন, আমার স্বামী বাসায় ফজরের নামাজ পড়ে রিকশা নিয়ে বের হন। শ্যামপুর থেকে গেন্ডারিয়া যাবে বলে দুজন যাত্রী রিকশায় ওঠে। ধুপখোলা মাঠে যাওয়া মাত্রই তারা পেছন থেকে পেট, হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রিকশা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। পরে আমার স্বামী রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। আমার স্বামীর অবস্থা ভালো না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়া থেকে ছিনতাইয়ের কবলে পড়ে আহত এক রিকশাচালককে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।