Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকসই সমাধান প্রচেষ্টায় পাকিস্তানকে সাথে রাখতেই হবে : লিন্ডসে গ্রাহাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তান সঙ্কটের যেকোনো টেকসই সমাধান প্রচেষ্টায় অবশ্যই পাকিস্তানকে সাথে রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ সময় তিনি কাবুল থেকে মার্কিন নাগরিকদের উদ্ধারে পাকিস্তান সরকারের সহায়ক ভূমিকার প্রশংসা করেন। শনিবার তিনি বলেন, আফগানিস্তান সমস্যার যেকোন টেকসই সমাধানের জন্য অতি গুরুত্বপূর্ণ পাকিস্তান। তিনি আফগানিস্তানে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথেআলোচনার পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, লিন্ডসে গ্রাহাম স্বীকার করেছেন, এই অঞ্চল অত্যন্ত জটিল এবং এখন এক বিপজ্জনক সময়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধর দেশ। পাকিস্তানেও আছে তালেবান। তারা পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে হটিয়ে দিতে চায়। জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু তার এই সিদ্ধান্তে পাকিস্তানকে অন্তর্ভুক্ত না করায় বিস্ময় প্রকাশ করেছিলেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছিলেন, এই উদ্ধার প্রচেষ্টায় ইসলামাবাদকে উপেক্ষা করা হতে পারে এক বিপর্যয়। এ বছরের শুরুর দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে সাক্ষাৎ হয় লিন্ডসে গ্রাহামের। এ সময় কুরেশি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথেঅর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এ ছাড়া আফগানিস্তানে সবার রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি সমাধান প্রচেষ্টায় অব্যাহত সহায়তা দিতে চায় পাকিস্তান। কুরেশি বলেছিলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেখানকার সব দল এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অংশীদারদের এক কাতারে আনতে হবে। ফলে আফগানিস্তানে শান্তি প্রচেষ্টা গাঢ় করায় পাকিস্তানের সমর্থনের জন্য প্রশংসা করেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিকভাবে যুক্ত থাকাটা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ