Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা কমলেও মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে

২৪ ঘন্টায় মৃত্যু আরো ৬ জনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১:১৮ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা হ্রাস পেলেও মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘ হচ্ছে। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরে আরো ৬জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের দ্বিগুন। গত ২৪ ঘন্টায় মৃত ৬ জনের ৩ জনই নারী। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ৬৫৪ জনের মৃত্যু হল। গত ৩ দিনে মৃত্যুহার দশমিক দুইভাগ বেড়ে এখন ১.৫০%। গত ২৪ ঘন্টায় নতুন ৮০৭ জনের নমুনা পরিক্ষায় ১৩২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিনাঞ্চলে সর্বমোট ১ লাখ ৯৮ হজার ৬৫২ জনের নমুনা পরিক্ষায় ৪৩ হাজার ৫৮৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল।
সর্বশেষ হিসেবে দক্ষিণাঞ্চলে করোনা শনাক্তের গড়হার ২২.৪০%। যারমধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্ত ১০ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে ১০১ জনের। চলতি মাসের ২৯ দিনেই দক্ষিণাঞ্চলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৭৬জন। এসময়ে মৃত্যুর সংখ্যা ১৬৭। যা এ পর্যন্ত যেকোন মাসে সর্বোচ্চ সংক্রমন ও মৃত্যু বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসেবে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের গড় হার গত ২৪ ঘন্টায় দশমিক ২ ভাগ কমে এখন ২২.২৮%। অপরদিকে গত ২৪ ঘন্টায় আরো ৪৬৭ জন সহ সর্বমোট ৩৭ হাজার ৩৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে বলা হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে সুস্থতার গড় হার ৮৫.৭১%।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ১৩২ জনের মধ্যে বরিশাল জেলায়ই সংখ্যাটা ৪৮। মৃত্যু হয়েছে দুজনের। এসময়ে বরিশাল মহানগরীর দক্ষিন আলেকন্দায় ১ জন ছাড়াও জেলার বানরীপাড়াতেও একজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় জেলায় মোট আক্রান্তের প্রায় অর্ধেক মহানগরীতে, ২৩ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৭৮৭ জনের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা ১০ হাজার ২০৫। আর গোটা জেলায় মৃত ২২০ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন ১০১ জন। অথচ দক্ষিণাঞ্চলের মোট জনসংখ্যার মাত্র ৬% এ নগরীতে বাস করেন। চলতি মাসের ২৯ দিনেই মহানগরীতে ১ হাজার ২২৫ জন আক্রান্তের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল ভোলাতে ৩৪ জন। এসময়ে জেলাটিতে ১১৮ জনের নমুনা পরিক্ষায় ৩৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। দ্বীপজেলাটির সদর উপজেলার ভেলুমিয়া ও আলী নগরে করোনা সংক্রমনে দুই নারীর মৃত্যু হয়েছে। যার একজনের বয়স ৮০, অপরজনের ৫০ বছর। এনিয়ে ভোলাতে মোট মৃত্যুর সংখ্যা ৮৬ জনে পৌছল। এ পর্যন্ত অক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪০৪ জন।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ১৩৯ জনের নমুনা পরিক্ষায় ২৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে ৬ হাজার ১০ জন আক্রান্তের মধ্যে ১০৫ জনের মৃতুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে গড় মৃত্যুহার এখনো ১.৭৫%। যা দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ।
এসময়ে বরগুনাতেও ১শ জনের নমুনা পরিক্ষায় ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার পাশাপাশি সদর উপজেলার ৭৩ বছর বয়স্কা এক নারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসার পরে মারা গেছেন। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যু হারের এ জেলাটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৯২ জনের। গড় মৃত্যুহার ২.৪৮%। আক্রান্তের হার সর্বনি¤œ, ১৬.০৭% হলেও সংখ্যায় তা ৩ হাজার ৭১১।
পিরোজপুর ও ঝালকাঠীতে এখনো নমুনা পরিক্ষার সংখ্যা সন্তেরষজনক নয়। গত ২৪ ঘন্টায় পিরোজপুরে মাত্র ৬৪ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও এসময়ে মঠরাবড়ীয়াতে ৭৫ বছর বয়স্ক একজন স্থানীয় উপজেলা হাসপাতালে মারা গেছেন। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের এ জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ১৪৮ জন আক্রান্তের মধ্যে ৮২ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে শনাক্তের গড়হার এখন ২৫.৪৪%।
দক্ষিনাঞ্চলের সর্বোচ্চ শনাক্তের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ৭২ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৫২৫ জন আক্রান্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হল। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলায় এখনো গড় শনাক্তের হার ২৬.৫২%।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ