Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এবার হারিকেন আইডা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১১:০৫ এএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে এবার ধেয়ে আসছে ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী হারিকেন ‘আইডা’। বর্তমানে এটি মেক্সিকো উপসাগরে অবস্থান করলেও স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা নাগাদ লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার। হারিকেন ক্যাটরিনার ১৬ বছর পূর্তির দিনেই আঘাত হানতে যাচ্ছে এটি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন।
হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে আইডা। বর্তমানে ক্যাটাগরি এক মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি চার মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। প্রাথমিকভাবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও টেনেসিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারি বৃষ্টিপাত।
হারিকেন আইডাকে অতি ভয়ংকর উল্লেখ করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্যোগ মোকাবিলা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে কেন্দ্র সরকার। কাকতালীয়ভাবে রবিবার হারিকেন ক্যাটরিনার ১৬তম বার্ষিকী। শক্তিশালী ওই হারিকেনে লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরের ৮০ শতাংশ পানিতে তলিয়ে যায় এবং ১৮শ'র বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ