Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিলখানা বিদ্রোহের আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পিলখানা বিদ্রোহের আসামি গুলজারের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে গুলজারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গুলজারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রিপন বলেন, তিনি পিলখানা বিদ্রোহের আসামি ছিলেন। ভোরে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, পিলখানা বিদ্রোহের এক আসামি কারাগারে অসুস্থ পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিলখানা বিদ্রোহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ