Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানির প্রশংসায় ইমরান খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমারান খান গতকাল দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি এহসান মানির ঘরোয়া ক্রিকেটের কাঠামো স্থাপন এবং আন্তর্জাতিক দলকে পাকিস্তানে আনার প্রশংসা করেছেন। এক টুইট বার্তায় ইমরান খান পিসিবির প্রধান হিসেবে তিন বছরের মেয়াদে পাকিস্তানে ক্রিকেটে অবদানের জন্য মানিকে ধন্যবাদ জানান।

নিজের টুইটারে পাকিস্তান প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেট দলকে পাকিস্তানে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার ভ‚মিকার প্রশংসা করি।’
সেন্ট্রাল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রচেষ্টার কারণে পাঞ্জাব জুড়ে ৮০টি স্কুল, ২১১টি কলেজ মাঠ এবং ৫৫৫টি ক্রীড়া সুবিধা গড়ে উঠেছে। টুইটারে তিনি আরও লেখেন, ‘আমি সকল প্রদেশকে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার এবং আমাদের তরুণদের জন্য খেলাধুলার সুবিধা প্রদানের দিকে মনোনিবেশ করার আহবান জানাচ্ছি।’
পিসিবি তার ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে মনি পরবর্তী মেয়াদে পিসিবির সভাপতি হবেন না। এহসান মানি তার বিবৃতিতে বলেন, ‘আমি পিসিবি পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী ইমরান খান এবং পিসিবি বোর্ড অফ গর্ভনর্স-এ আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ, গত তিন বছরে তাদের সমর্থনের জন্য। আমরা একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং পেশাদার সংগঠনে পরিণত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি পিসিবি টিম, পিএসএলের সকল ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাতে চাই তিন বছর ধরে সহযোগিতার জন্য। এই মহান সংগঠনের নেতৃত্ব দেওয়া একটি সম্মানের বিষয় এবং আমি আশা করি আমি পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছি।’
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী রমিজ রাজা এবং আসাদ আলি খানকে তিন বছরের মেয়াদে পিসিবি বোর্ড অব গর্ভনর্স-এর সদস্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগের পর অবসরপ্রাপ্ত বচারপতি আজমত সাঈদ নির্বাচন কমিশনার হিসেবে, ৩৬ তম পিসিবি চেয়ারম্যান নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ