Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৮:৫৩ পিএম

অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের অমূল্য শিক্ষা জীবন ফিরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, গায়ের জোরে রাতের ভোটে ক্ষমতা দখলকারী সরকার ছাত্র বিক্ষোভের আশঙ্কায় পরিকল্পিতভাবে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

শনিবার (২৮ আগস্ট) জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সদস্য সচিব মো. তাজিম বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি মিজানুর রহমান সজীব ও যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন রিপন।

সভায় বক্তারা অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে খুলনার রাজপথে ছাত্রদলের ভূমিকার কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন। নগর ছাত্রদলের অন্তর্গত ইউনিট কমিটিসমূহ গঠনে রাজপথের ত্যাগী পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের পরামর্শ দেয়া হয়। বক্তারা আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী কমিটি গঠন করতে পারলে আগামীতে সরকার পতনের আন্দোলনে রাজপথের দখল থাকবে ছাত্রদলের হাতে।

এর আগে খুলনায় অতীতে ছাত্রদলের নেতৃত্ব দানকারী সাবেক নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক ভিপি মো. রুবায়েত হোসেন বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ সাদী, মহানগর বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ সুমন সহ খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

ছাত্রদল মহানগর আহবায়ক কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, মো. হেলাল হোসেন গাজী। সদস্য - ওয়াহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, রাসিকুল আনাম রাশু, পারভেজ হোসেন মিজান, আলী আকবর, মো. মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকীব, আব্দুর রহিম বাদশা, সর্দার মাহিম উল হক, মো. ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর বর্ধিত সভা মূলতবি ঘোষণা করা হয়। আগামীকাল রোববার সকাল ১১টায় একই স্থানে মূলতবি সভার কার্যক্রম শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ